E-Paper

নিউ টাউনে নতুন পাঁচ তথ্যপ্রযুক্তি সংস্থার ডেটা সেন্টার

উপনগরীতে এখনও বহু জমি জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রশ্ন উঠেছে, সেই সব জমি বিভিন্ন শিল্প সংস্থা কিনে রাখলেও তারা সেখানে নির্মাণের কাজ শুরু করছে না কেন?

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ০৯:১৬
নিউ টাউন।

নিউ টাউন। —ফাইল চিত্র।

রাজ্যে অন্যান্য শিল্পের যখন খোঁজ নেই বলে অভিযোগ, তখন একমাত্র সচল রয়েছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। নতুন উপনগরী নিউ টাউনে এক দিকে যেমন আবাসিক এলাকা গড়ে উঠেছে, তেমনই ডালপালা মেলেছে তথ্যপ্রযুক্তি শিল্পও। এ বার নিউ টাউনে নতুন করে পাঁচটি তথ্যপ্রযুক্তি সংস্থা তাদের ডেটা সেন্টার তৈরি করেছে। যা এই শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

নতুন ওই উপনগরীতে এখনও বহু জমি জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রশ্ন উঠেছে, সেই সব জমি বিভিন্ন শিল্প সংস্থা কিনে রাখলেও তারা সেখানে নির্মাণের কাজ শুরু করছে না কেন? এমনকি, সেই সব জমি কেন সরকার ফিরিয়ে নিচ্ছে না, সেই প্রশ্নের মুখেও একাধিক বার পড়েছে হিডকো। এমতাবস্থা পাঁচটি নতুন ডেটা সেন্টার চালু হওয়ার বিষয়টি নিউ টাউনের মতো জায়গায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড় উন্নয়নের চিহ্ন বলেই দাবি করছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। বরং তারা দাবি করেছে, কাগজপত্র সব ঠিকঠাক থাকলে যত দ্রুত সম্ভব এই ধরনের শিল্পসংস্থাকে কাজ চালু করার অনুমতি দেওয়া হবে।

এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘‘তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবা কিংবা ডেটা সেন্টার সংক্রান্ত শিল্পের জন্য পূর্বাঞ্চলে নিউ টাউনের গুরুত্ব বাড়ছে। গত তিন বছরে তিরিশটি তথ্য প্রযুক্তি এব‌ং তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবা সংক্রান্ত কাজের জন্য সাড়ে ছ’লক্ষ বর্গমিটারের বেশি জায়গা বরাদ্দ হয়েছে। নতুন ওই পাঁচটি ডেটা সেন্টার দ্রুত চালু হবে। বাষট্টি হাজার বর্গমিটার জায়গা জুড়ে সংস্থাগুলি কাজ করবে।’’

এনকেডিএ জানাচ্ছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বড় বড় সংস্থাগুলি অফিস তৈরির ক্ষেত্রে সবুজ শহরকে গুরুত্ব দিচ্ছে। আধিকারিকেরা জানাচ্ছেন, খোলামেলা পরিবেশ, বড় রাস্তা, পর্যাপ্ত জলের জোগাড় থাকায় নিউ টাউনে পূর্বাঞ্চলের তথ্যপ্রযুক্তির ক্ষেত্র বিস্তার লাভ করছে। একইসঙ্গে নিউ টাউনে তথ্যপ্রযুক্তি সংস্থার জন্যজমিও তৈরি রয়েছে। এক আধিকারিকের কথায়, ‘‘ডেটা সেন্টার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণএকটি দিক। এক সঙ্গে পাঁচটি ডেটা সেন্টার কার্যত চালু হয়ে গিয়েছেনিউ টাউনে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Data Center IT Sector

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy