Advertisement
E-Paper

ফসল না-ওঠা পর্যন্ত দু’টাকা কিলো চাল

সিঙ্গুরের টাটা কারখানার জমিতে যত দিন পর্যন্ত না ফসল উঠবে তত দিন খাদ্য দফতর সিঙ্গুরের জমিহারাদের ২ টাকা প্রতি কিলো দরে চাল দিয়ে যাবে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কথা ঘোষণা করলেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০৩:০৬

সিঙ্গুরের টাটা কারখানার জমিতে যত দিন পর্যন্ত না ফসল উঠবে তত দিন খাদ্য দফতর সিঙ্গুরের জমিহারাদের ২ টাকা প্রতি কিলো দরে চাল দিয়ে যাবে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কথা ঘোষণা করলেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, এখন সিঙ্গুরের ৩৭৪৬টি পরিবারকে খাদ্য দফতর ২ টাকা প্রতি কিলো দরে চাল দিয়ে থাকে। প্রসঙ্গত, সিঙ্গুরে টাটাদের কারখানা জমি চাষিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আন্দোলন শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের ২ টাকা কিলো দরে চাল দেওয়ার প্রকল্প হাতে নেয় খাদ্য দফতর। এ দিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরের টাটা কারখানার জমি চাষিদের মধ্যে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

Tata Nano factory land Food Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy