Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Food Department

রেশন কার্ড আর আধার যুক্তের প্রক্রিয়া শেষ ৩১ ডিসেম্বর, নির্দেশ

রাজ্যে ইতিমধ্যে প্রায় ছ'কোটি গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ শেষ হয়েছে। 

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ০৪:৪৮
Share: Save:

ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর এবং মোবাইল নম্বর যুক্ত করার সময়সীমা বাঁধল খাদ্য দফতর। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা শেষ করার জন্য রাজ্যের সব রেশনিং ডেপুটি ডিরেক্টরকে নির্দেশ দিয়েছে তারা। একইভাবে তা পৌঁছেছে জেলাশাসক এবং জেলা খাদ্য ও সরবরাহ নিয়ামকের কাছেও। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্যের সব ডিজিটাল রেশন কার্ড আর আধার ও মোবাইল নম্বর সংযুক্তির প্রক্রিয়া শেষ করা খুবই 'কষ্টসাধ্য' বলে মত রেশন দোকান মালিকদের।

রাজ্যে ইতিমধ্যে প্রায় ছ'কোটি গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ শেষ হয়েছে। কোভিড-১৯ অতিমারিতে দেশ জুড়ে লকডাউনের ফলে সংযুক্তিকরণের প্রক্রিয়া অনেকাংশেই ব্যাহত হয়। রেশন ব্যবস্থায় স্বচ্ছতার লক্ষে দেশ জুড়ে ইলেকট্রনিক পয়েন্ট অব সেল (ই-পস) ব্যবস্থা চালু হয়। তার অঙ্গ হিসাবেই আধার নম্বর ও মোবাইল নম্বর সংযুক্তিকরণের কাজ চলছে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব কাজ শেষ করা প্রায় 'অসম্ভব' বলে মনে করছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তাই এই সময়সীমা আরও ছ'মাস বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা আবেদন করেছেন বলে দাবি ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর। এ বিষয়ে রাজ্যগুলির কাছে কেন্দ্র নির্দেশ পাঠিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ করতে। রেশন দোকানে হয় কার্ড আর আধার ও মোবাইল নম্বর যুক্ত করার কাজ। দুয়ারে সরকার' কর্মসূচির শিবিরে ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত কাজও চলছে। সেখানে ভিড় হচ্ছে। তাই ওই শিবিরের পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র এবং রেশন দোকান থেকেও গণবণ্টন ব্যবস্থা সংক্রান্ত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। এ বিষয়ে পদক্ষেপের জন্য জেলার খাদ্য ও সরবরাহ আধিকারিকরা নির্দেশ পেয়েছেন মির্জা গালিব স্ট্রিটের দফতর থেকে।

আরও পড়ুন: জানানো হয়নি প্রশ্ন কাঠামো, মাধ্যমিকের প্রস্তুতি ঘিরে উদ্বেগ

আরও পড়ুন: ‘হাউডি মোদী’র কারিগর বিজয়ও নীলবাড়ির লক্ষ্যে বিজেপি-র সৈনিক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Food Department Ration Card Aadhar Card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE