প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদার (৭৬)। আইপিএস হিসেবে অবসরের পরে নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ সালে তৃণমূল প্রার্থী হিসেবে প্রথম বার নির্বাচিত হন অবনীবাবু। সেখান থেকেই ২০১৬ সালে দ্বিতীয় বার নির্বাচিত হয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। কারা দফতরের মন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। পরে শারীরিক কারণে মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়।
প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এর আগে তৃণমূলের অনিল অধিকারীর মৃত্যুতে ফালাকাটা এবং এখন কৃষ্ণনগর উত্তর কেন্দ্র শূন্য হল।