ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাসের স্ত্রী অর্পণাদেবীর উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। শনিবার রাত দশটা নাগাদ শ্যামনগরের ফিডার রোডে হরিপদবাবুর বাড়িতেই হানা দেয় দুষ্কৃতীরা। তাঁর ছেলে অম্লানের উপরে হামলার চেষ্টা হলে বাধা দেন অর্পণাদেবী। দুষ্কৃতীদের মারে তাঁর মাথা ফাটে। গভীর রাতে অপর্ণাদেবীকে কলকাতার বেসরকারি হাসপাতালে আনা হয়েছে। তিনি নিজেও ফব-র রাজ্য স্তরের নেত্রী। হরিপদবাবুর পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।