Advertisement
২০ এপ্রিল ২০২৪

নেতাজি-রহস্যের কিনারা চেয়ে আজ বিক্ষোভে ফ ব

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) তাদের দু’দিন আগের টুইট প্রত্যাহার করে নিলেও নেতাজির ‘মৃত্যুদিন’ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন ফ ব-র কেন্দ্রীয় নেতৃত্ব।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ০১:০৩
Share: Save:

মাঝেমধ্যেই এক বার করে তাঁর ‘মৃত্যুদিন’ উল্লেখ করা হয়। আবার বিতর্কের মুখে তা প্রত্যাহার করা হয়! নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি ‘অসম্মান’ বন্ধ করে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর অন্তর্ধান রহস্যের উদঘাটনের দাবিতে আজ, বুধবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিল ফরওয়ার্ড ব্লক। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) তাদের দু’দিন আগের টুইট প্রত্যাহার করে নিলেও নেতাজির ‘মৃত্যুদিন’ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন ফ ব-র কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সঙ্গেই দলের তরফে সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠানো হচ্ছে বাংলা ও হিন্দিতে ‘গুমনামি’ ছবির মুক্তি আটকানোর জন্য।

ফ ব-র রাজ্য কমিটির চেয়ারম্যান বরুণ মুখোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘সংসদ চত্বরে থাকা বিভিন্ন মনীষীর মূর্তি নিয়ে একটি পুস্তিকায় নেতাজির মৃত্যুদিন ১৮ অগস্ট উল্লেখ করা হয়েছিল। তখন বিভিন্ন দলের সাংসদ মিলে স্পিকার মীরা কুমারের কাছে যে প্রতিবাদপত্র লেখা হয়েছিল, তাতে সই করেছিলেন বিজেপির অরুণ জেটলিও।’’ কলকাতায় পিআইবি দফতর-সহ জেলায় জেলায় ডাকঘরের মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানের সামনে আজ বিক্ষোভ ও কুশপুতুল পোড়াবে ফ ব। কোথাও ১৪৪ ধারা থাকলে তা ভেঙেই বিক্ষোভ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। ‘গুমনামি’ ছবি প্রসঙ্গে তাঁর অভিযোগ, ‘‘গুমনামি বাবার সঙ্গে আরএসএসের একটা যোগাযোগের কথা বলা হয়। এখন ছবি তৈরি করে গুমনামি বাবাকে নেতাজি বলে দেখানো গেলে নেতাজির পরম্পরায় সঙ্ঘের ভাগ বসাতে সুবিধা হবে!’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলায় নেতাজির জন্মদিনে ‘দেশপ্রেম দিবস’ পালন করছেন না, সেই প্রশ্নও তুলেছেন নরেন-বরুণবাবুরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE