Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Anubrata Mandal

Anubrata Mandal: বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতির বিকেল, অনুব্রতের গ্রেফতারির ঘটনাপ্রবাহ

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। তাঁকে গ্রেফতার করার পর সারা দিনের ঘটনাক্রম দেখে নেওয়া যাক এক নজরে...

গ্রাফিক:- শৌভিক দেবনাথ।

গ্রাফিক:- শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ২৩:৩৮
Share: Save:

গরুপাচার মামলায় গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলকে। বিকেল ৫টায় তাঁকে আসানসোলের বিশেষ আদালতে হাজির করানো হলে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। চলতি সপ্তাহে দু’বার সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত। সোমবার কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেও ওই দিনই বোলপুর ফিরে গিয়েছিলেন তিনি। বুধবারও অসুস্থতার কথা জানিয়ে তিনি নিজাম প্যালেসে যাননি। এর পরই বুধবার মধ্যরাতে বোলপুরে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। বিশাল কেন্দ্রীয় বাহিনী ডেকে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তদন্তকারীরা অনুব্রতের নিচুপট্টির বাড়ি যান। বাড়িতে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দোতলা গিয়ে শুরু হয় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ। এর পর সাড়ে ১০টা বীরভূমের তৃণমূল নেতাকে আটক করে আসানসোলের উদ্দেশে রওনা হন। বীরভূম থেকে আসানসোলে শীতলপুরের গেস্ট হাউসে কিছু ক্ষণ রাখা হয় অনুব্রতকে। সেখানেই জেরার পর অ্যারেস্ট মেমোয় সই করিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। সারা দিনের সেই ঘটনাক্রম দেখে নেওয়া যাক এক নজরে...

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mandal TMC CBI Cattle Smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE