হাইকোর্টের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ওই দিন ভোর থেকে শুরু হবে পুণ্য স্নান। জোর দেওয়া হচ্ছে ই স্নান এবং ই দর্শনে। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
গঙ্গাসাগরের সঙ্গে জড়িয়ে গিয়েছে জন সমাগম শব্দটা। কিন্তু করোনা কালে তা কতটা স্বাস্থ্যোপযুক্ত হবে তা নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে মিলেছে মেলার ছাড়পত্র। জোর দেওয়া হয়েছে ই স্নানে। বৃহস্পতিবার ভোর ৬ টা ৪ মিনিট থেকে মকর সংক্রান্তির শুরু। তা চলবে শুক্রবার পর্যন্ত। এ নিয়ে বুধবার মেলা অফিসে সাংবাদিক বৈঠক করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘আদালতের রায়কে স্বাগত। আগেই সব ধরনের ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে। নির্দেশিকা মেনেই স্নানের ব্যবস্থা করা হয়েছে।’’ তবে আদালতের নির্দেশনামা আগে পাওয়া গেলে ভাল হয় বলে জানিয়েছেন তিনি।
বুধবার সকাল থেকেই ভিড় জমছে সাগরতটে। সরকারি হিসাব বলছে, বুধবার বিকেল অবধি ৭ লক্ষের বেশি মানুষ সাগর মেলায় এসেছেন। তাঁদের মধ্যে ৫ লক্ষ ৩ হাজার জনের মেডিকেল স্ক্রিনিং করা হয়েছে বলে দাবি প্রশাসনের। সেই সঙ্গে ২৩ হাজারের বেশি তীর্থযাত্রীকে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর।