গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুন-কাণ্ডে মূল চক্রী ভিকি হালদার এখনও অধরা। তবে ওই ঘটনায় জড়িত থাকতে পারেন এমন সন্দেহে শুক্রবার দুই যুবককে আটক করল পুলিশ। তাঁদের পাথরপ্রতিমার গোবর্ধনপুর এলাকা থেকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দারা মনে করছেন, ভিকির সঙ্গে খুনের ঘটনায় ওই দুই যুবকও জড়িত থাকতে পারেন। পুরো ঘটনা জানতে ধৃতদের লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ চলছে।
জোড়া খুন-কাণ্ডের পরতে পরতে যেন রহস্য। একটার পর একটা জট ছাড়িয়ে এগোতে হচ্ছে গোয়েন্দাদের। মৃতদেহগুলি দেখে তদন্তকারীরা অনুমান করেছিলেন, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। পরে তাঁরা খুনের ঘটনার অন্যতম মূল চক্রী মিঠু হালদারকে গ্রেফতার করেন। তাঁকে দফায় দফায় জেরা করে একাধিক ব্যক্তি জড়িত থাকার বিষয়ে আরও নিশ্চিত হন গোয়েন্দারা। মিঠুকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি লুঠপাট এবং খুনের জন্য তিন জন ব্যক্তিকে জোগাড় করেন। তাঁদের ৫০ হাজার টাকা দেওয়ার বিনিময়ে ওই কাজ করতে বলা হয় বলেও দাবি করেন তিনি। এই বিষয়টি নিশ্চিত হয়ে বাকিদের উদ্দেশে খোঁজ শুরু করে পুলিশ। এর পর শুক্রবার খুনের সন্দেহে জাহির গাজি এবং বাপি মণ্ডল নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ভিকির এখনও নাগাল পাননি গোয়েন্দারা। এখন তাঁদের আশা, শুক্রবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে শীঘ্রই কোনও সূত্র পাওয়া যাবে।