Advertisement
E-Paper

গ্যাস বেলুনের সিলিন্ডার ফাটল অনুষ্ঠানের ভিড়ে! জয়নগরে মৃত্যু চার জনের, আহত ১০

জয়নগরে রবিবার সন্ধ্যায় জমজমাট অনুষ্ঠানের আসর বসেছিল। মেলায় গ্যাস বেলুন সাজিয়ে বসেছিলেন বিক্রেতা। সেই সিলিন্ডার হঠাৎ ফেটে যায়। বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২১
Gas Balloon cylinder blast in Jaynagar kills four and injures 10 people.

জয়নগরে গ্যাস বেলুন বিক্রেতার গ্যাসের সিলিন্ডার ফেটে ৪ জনের মৃত্যু হয়েছে। নিজস্ব চিত্র।

জয়নগরে গ্যাস বেলুন বিক্রেতার গ্যাসের সিলিন্ডার ফেটে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামের ঘটনা। রবিবার সন্ধ্যায় সেখানে জমজমাট অনুষ্ঠানের আসর বসেছিল। অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল মেলা। মেলায় অনেক রকম দোকানে বিকিকিনি চলছিল। গ্যাস বেলুন বিক্রেতাও অনুষ্ঠানের আমেজে বেলুন নিয়ে বসেছিলেন রাস্তার ধারে। এলাকায় বেশ ভিড় ছিল। সারি সারি দোকানের সামনে কেনাকাটার জন্য জড়ো হয়েছিলেন অনেকে।

রাত ১০টার ১০ মিনিট নাগাদ হঠাৎ ওই রাস্তায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। দুর্ঘটনায় গ্যাস বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম মুচিরাম মণ্ডল (৩৫)। এ ছাড়া, বিস্ফোরণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৫), শাহিন মোল্লা (১৩) এবং আবির গাজি (৮)।

গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছেই বকুলতলা থানার পুলিশকর্মীরাও সেখানে পৌঁছন। আহতদের উদ্ধার করে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Gas Balloon Cylinder Blast jaynagar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy