Advertisement
২৪ এপ্রিল ২০২৪

৩ বিধায়ক-সহ ৫০ জনেরও বেশি কাউন্সিলরের দলবদল, ৪ পুরসভা তৃণমূল থেকে বিজেপিতে

লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল ছেড়ে অনেকের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়েছিল। আজ সেই চিত্র কিছুটা স্পষ্ট হল।  

দিল্লিতে  বিজেপি সদর কার্যালয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান ৩ বিধায়ক ও কাউন্সিলরদের। ছবি: টুইটার থেকে

দিল্লিতে বিজেপি সদর কার্যালয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান ৩ বিধায়ক ও কাউন্সিলরদের। ছবি: টুইটার থেকে

শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ১৬:২৭
Share: Save:

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কার্যত কোনও জল্পনা ছিল না। ছিল শুধু সংখ্যা নিয়ে। কতজন বিধায়ক এবং কত জন কাউন্সিলর বিজেপিতে যাচ্ছেন, সেই দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। সেই প্রতীক্ষার অবসান হল মঙ্গলবার। বিজেপিতে যোগ দিলেন ৩ বিধায়ক এবং ৪ পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর। এর ফলে চারটি পুরসভা হাতছাড়া হল তৃণমূলের। এছাড়া আরও একাধিক নেতা যোগ দিয়েছেন বিজেপিতে।

দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করা হয়। ছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, এ রাজ্যের নেতা মুকুল রায়-সহ অন্যান্য নেতৃত্ব। তাঁরাই দলে যোগ দেওয়া নেতা-নেত্রীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

কৈলাস বিজয়বর্গীয় বলেন, মোদীজি বলেছিলেন, রাজ্যের ৪০ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আজ সেই দলবদলের প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হল। মুকুল রায় বলেন, আগামী বিধানসভার নির্বাচনে বিরোধী দলের তকমাও মিলবে না তৃণমূলের।

বিজেপির সাংবাদিক বৈঠক

• পরবর্তী নির্বাচনে বাংলায় তৃণমূলের বিরোধী দলের তকমাও জুটবে না

• এটা ছিল আমাদের রাজনৈতিক কৌশল, সেটা প্রকাশ্যে আনা উচিত নয়

• আমি ভোটের আগেই বলেছিলাম, সবাই তৃণমূলে থাকবে, কিন্তু ভোট করবে বিজেপির হয়ে

• বাংলার মানুষ যতক্ষণ না তাঁকে ক্ষমতা থেকে সরাবেন, উনি চেয়ার ছাড়বেন না: মুকুল

• মমতা চেয়ার ছেড়ে কোথাও যাবেন না, পুরোটা নাটক হচ্ছে, বললেন মুকুল

• বাংলায় লড়াই করেই আমাদের বাঁচতে হবে, আগামী পরিকল্পনা কী হবে, তা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন: মুকুল

• টাকা এবং ভয় দেখিয়ে দলে টেনে নিয়েছেন, বললেন মুকুল

• পঞ্চায়েত ভোটের পর আমাদের জয়ী প্রার্থীদের কেনার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

• ঘোড়া কেনাবেচার অভিযোগ সত্যি নয়: মুকুল

• বিজেপিতে যাঁরা এলেন তাঁদের স্বাগত জানাই, বললেন কৈলাস বিজয়বর্গীয়

• মোদীজির নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে অনেকেই বিজেপিতে আসতে চাইছেন: বিজয়বর্গীয়

• আগামী দিনে আপনারা দেখবেন, আরও অনেকেই বিজেপিতে আসছেন, মন্তব্য কৈলাসের

• মমতাজির শাসনে দমবন্ধ পরিবেশ বাংলায়, নেতারা তিতিবিরক্ত

• ধাপে ধাপে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল নেতারা

• বিজেপির দখলে যাচ্ছে ভাটপাড়া পুরসভাও

• ফলে তিন পুরসভাই তৃণমূলের হাতছাড়া হচ্ছে, যাচ্ছে বিজেপির দখলে

• খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি নইমুল হক তাঁর অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন

• নৈহাটি পুরসভার ৩১ কাউন্সিলরের মধ্যে ২৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন

• হালিশহর পুরসভার ২৩ জনের মধ্যে ১৭ জন বিজেপিতে, রয়েছেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

• কাঁচরাপাড়ার ২৪ জনের মধ্যে ১৭ জন যোগ দিলেন বিজেপিতে, এদের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও রয়েছেন

• এই পুরসভা বিজেপির দখলে আসছে

• বিজেপিতে যোগ দিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়

• বিজেপিতে যোগদান বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য

• হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায়ও বিজেপিতে যোগ দিলেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE