জিটিএ নির্বাচনকে কেন্দ্র করে এ বার আরও সুর চড়ালেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। এই নির্বাচনের বিরোধিতা করে পাহাড়ে দলীয় কর্মীরা আগেই অনশনে বসেছিলেন। বুধবার থেকে তাঁদের সঙ্গে অনশনে শামিল হবেন গুরুংও। আনন্দবাজার অনলাইনকে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
জিটিএ নির্বাচন করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় দার্জিলিং চৌরাস্তার মোড়ে অনশনে বসার হুমকি দিয়েছিলেন বিমলরা। তবে সোমবার বুদ্ধপূর্ণিমার দিন চৌরাস্তায় সেই কর্মসূচির অনুমতি পাননি তাঁরা। এর পর সিংমারিতে দলীয় কার্যালয়েই রিলে অনশনে বসেন মোর্চার কর্মীরা। তাতে নেতৃত্ব দেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। এ বার তাতে যোগ দেবেন গুরুং। মঙ্গলবার বিকেলে তিনি বলেন, ‘‘আগামিকাল (বুধবার) সকাল ১১টার সময় সিংমারির দলীয় কার্যালয়েই অনশনে বসব। কোর কমিটি বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’’