Advertisement
E-Paper

তামাঙ্গ মামলা: সিবিআইয়ের জবাব তলব

এ দিন শুনানির সময়ে এজলাসে রোশন ছিলেন। তাঁর সামনেই মদন তামাঙ্গের আইনজীবী অভিযোগ তোলেন, আদালতের নির্দেশ অমান্য করে রোশনরা দার্জিলিঙে গিয়েছিলেন। এর মধ্যেই পাটওয়ালিয়া যুক্তি দেন, রোশনরা কলকাতায় গেলে তাঁদের হেনস্থা হতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ০২:৪৬

মদন তামাঙ্গ হত্যা মামলার শুনানি কলকাতা থেকে সরানো নিয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চাওয়া হোক, আজ সুপ্রিম কোর্টে এই দাবি তুলল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, ২০১৪-র আগে সিবিআইয়ের অবস্থান কী ছিল, আর ২০১৪-র পরে সিবিআইয়ের কী অবস্থান, তা তাঁরা দেখতে চান। রাজ্যের দাবি মেনে সুপ্রিম কোর্ট শুক্রবার সিবিআইয়ের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিয়েছে।

তামাঙ্গ হত্যা মামলায় অভিযুক্ত রোশন গিরি-পেম্বা ওলারা মামলার শুনানি সিকিমে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন। আজ এর প্রবল বিরোধিতা করে রাজ্য। সরকারি আইনজীবী কল্যাণের সওয়াল শুনতে শুনতে এক সময়ে রোশনদের আইনজীবী পরমজিৎ সিংহ পাটওয়ালিয়ার প্রশ্ন, রাজ্যের আইনজীবী এত উত্তেজিত কেন! কল্যাণের যুক্তি, আইনশৃঙ্খলা নিয়ে মিথ্যে অভিযোগ তুলে মামলা সরানোর দাবি তোলা হচ্ছে।

এ দিন শুনানির সময়ে এজলাসে রোশন ছিলেন। তাঁর সামনেই মদন তামাঙ্গের আইনজীবী অভিযোগ তোলেন, আদালতের নির্দেশ অমান্য করে রোশনরা দার্জিলিঙে গিয়েছিলেন। এর মধ্যেই পাটওয়ালিয়া যুক্তি দেন, রোশনরা কলকাতায় গেলে তাঁদের হেনস্থা হতে হবে। বিচারপতি এস এ বোবদে প্রশ্ন তোলেন, সে ক্ষেত্রে ভিডিও কনফারেন্সের কথা ভাবা হচ্ছে না কেন? কল্যাণ ও পাটওয়ালিয়া দু’জনেই ভিন্ন যুক্তিতে এর বিরোধিতা করেন। পাটওয়ালিয়া বলেন, সিকিম কাছে বলেই তাঁরা সেখানে মামলা সরাতে বলছেন। কল্যাণ প্রশ্ন করেন, কেন রোশন গিরিদের আদালতের হাজিরা থেকে রেহাই দেওয়া হবে?

Supreme Court of India Madan Tamang murder case State Government CBI সিবিআই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট মদন তামাঙ্গ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy