দু’তরফ থেকেই একটানা ‘গোলাবর্ষণ’ চলছিল গত কয়েক দিন ধরে। তুঙ্গে উঠেছিল রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর বাগ্যুদ্ধ। কিন্তু বছরের শেষ দিনে সন্ধির ছবি। রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দু’জনের বৈঠক হল। সহাস্য ছবি সামনে এল। আলোচনায় তিনি অত্যন্ত খুশি, টুইটে এমনও জানালেন রাজ্যপাল।
মঙ্গলবার বিকেলের দিকে রাজভবনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলি সম্পর্কে কিছু তথ্য চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৫ ডিসেম্বর একটি চিঠি লিখেছিলেন রাজ্যপাল। ২৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী সে চিঠির উত্তর দেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশদ তথ্য তাঁকে দেবেন— রাজ্যপালকে এ কথাই চিঠিতে জানান মুখ্যমন্ত্রী।
এ দিন সেই বৈঠকই হল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই রাজভবনে গিয়ে বৈঠক করলেন পার্থ। বিশ্ববিদ্যালয়গুলি সম্পর্কে ধনখড় যা জানতে চেয়েছিলেন, তা বিশদে জানিয়ে এলেন।