Advertisement
E-Paper

রোহিঙ্গা প্রশ্নে মুখ্যসচিবকে তলব রাজভবনে

রোহিঙ্গারা অবাধে এ রাজ্যে এসে বসবাস করতে শুরু করায় উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবনে মঙ্গলবার মুখ্যসচিব মলয় দে’কে তলব করে এ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন রাজ্যপাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০৫:২০

রোহিঙ্গারা অবাধে এ রাজ্যে এসে বসবাস করতে শুরু করায় উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবনে মঙ্গলবার মুখ্যসচিব মলয় দে’কে তলব করে এ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন রাজ্যপাল। যে রোহিঙ্গাদের সীমান্ত পেরোলেই ধরে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা, তাঁদের এ রাজ্যে বসতি গড়তে দেওয়া হচ্ছে কেন, তা নিয়ে তিনি মুখ্যসচিবকে প্রশ্ন করেন। মুখ্যসচিব রাজ্যপালকে জানান, রোহিঙ্গাদের বসতি গড়ার বিষয়ে সরকারের কোনও ভূমিকা নেই। রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পুলিশ-প্রশাসনের ভূমিকায় খুশি নন রাজ্যপাল। সে কথাও নবান্নকে বুঝিয়েছেন তিনি। এ দিনই বিকেলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানান কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

Rohingya Crisis Rohingya Raj Bhavan Keshari Nath Tripathi রোহিঙ্গা কেশরীনাথ ত্রিপাঠী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy