খাস কলকাতা শহরে একটি হাসপাতালের পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জনবহুল এলাকা। রাস্তার দু’ধার থেকে ইট ও কাচের বোতল ছুড়ে সংঘর্ষে জড়াল শাসক তৃণমূলেরই দুই গোষ্ঠী। যাদের এক পক্ষ রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং অন্য পক্ষ বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদের অনুগামী। পুলিশ ও র্যাফ নামিয়ে শেষ পর্যন্ত আয়ত্তে আনতে হয়েছে পরিস্থিতি।
মাঝখানে পার্কসার্কাসের সৈয়দ আমির আলি অ্যাভিনিউ। এক দিকে নাসিরুদ্দিন রোড এবং অন্য দিকে কংগ্রেস এগজিবিশন রোড থেকে দু’টি দল একে অপরকে লক্ষ করে ছুঁড়ছিল ইট ও কাচের বোতল। কারও কারও হাতে ছিল বোমাও। ওই রাস্তাগুলিতে বন্ধ হয়ে গিয়েছিল গাড়ি চলাচল। সাধারণ মানুষ এ দিক-ও দিক দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছিলেন। দোকানের ঝাঁপ বন্ধ। পরে পুলিশ ও র্যাফ বাহিনী এসে লাঠি চালিয়ে গোলমাল সামাল দেয়। পুলিশ জানিয়েছে, রবিবার বেলা সাড়ে ১২টা থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারির জেরেই উত্তপ্ত হয়েছিল পার্কসার্কাস এলাকা।
গোলমালের কারণ ইসমালিয়া হাসপাতালের পরিচালন সমিতির নির্বাচন ছিল। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ সাংবাদিকদের কাছে দাবি করছিলেন যে, নির্বাচন স্বচ্ছ ভাবে হয়নি। তখনই খবর পৌঁছয়, মন্ত্রীর এক অনুগামীকে মারধর করা হয়েছে। এর পরেই দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। অভিযোগ, কংগ্রেস এগজিবিশন রোডে মন্ত্রীর অনুগামীদের দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানো হয়। মন্ত্রীর অনুগামীরাও পাল্টা চড়াও হন ইকবালের অনুগামীদের কার্যালয়ে। সেখানে ভাঙচুর চালানো হয়। মোটরবাইক জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ।