কর্তব্যে গাফিলতি ধরা পড়লে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে সংশ্লিষ্ট ভূমি আধিকারিকের বিরুদ্ধে। বুধবার ভূমি-সহ একাধিক বিষয়ে জেলাশাসক এবং বিভিন্ন জেলার অন্য কর্তাদের সঙ্গে ভিডিয়ো মাধ্যমে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে তাঁর নির্দেশ, জমির মিউটেশন-কনভারশন সংক্রান্ত কোনও কাজ ফেলে রাখা চলবে না। সময়ের মধ্যে সব শেষ করতে হবে। বিশেষ জোর দেওয়া হয়েছে শিল্প সংক্রান্ত জমির আবেদনগুলির দ্রুত নিষ্পত্তিতে।
প্রশাসনিক সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে জমিজমা সংক্রান্ত বহু অভিযোগ অনেক দিন ধরেই পাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরেও জমা পড়ছে গুচ্ছ অভিযোগ। সেই কারণে বেশ কয়েকটি জেলায়সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে ভূমিকর্তাদের সতর্ক করতে দেখা গিয়েছে বারে বারে। এ দিন মুখ্যসচিব স্পষ্ট করে দিয়েছেন, জেলা স্তরের ভূমিকর্তাদের কর্তব্যে গাফিলতি ধরা পড়লে পরিষেবা পাওয়ার অধিকার আইনের আওতায় সংশ্লিষ্ট বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে।
গত শিল্প সম্মেলনে (বিজিবিএস) অনেক শিল্প-প্রস্তাব পাওয়া গিয়েছে বলে রাজ্য সরকারের দাবি। এ দিন মুখ্যসচিব নির্দেশ দেন, শিল্পের স্বার্থে কোনও জমির কনভারশনের আবেদন জমা পড়লে তা খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করতে হবে। নবান্নের কাছে তথ্য আছে, অনেক জেলায় অনেক মিউটেশন বা কনভারশনের কাজ বকেয়া রয়েছে। সেগুলি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।