Advertisement
E-Paper

বাংলায় লড়তে হবে কেরলের ধাঁচে, দাবি ভাগবতের 

প্রচারকরা এখন রাজ্যে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বিদ্যার্থী পরিষদ, বিএমএসের মতো বিবিধ সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন।

জগন্নাথ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:৫০
মোহন ভাগবত। —ফাইল চিত্র।

মোহন ভাগবত। —ফাইল চিত্র।

পরিস্থিতি যত প্রতিকূল হবে বাংলায় সঙ্ঘ পরিবারের সম্প্রসারণের সম্ভাবনা ততই উজ্জ্বল হবে বলে মনে করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বুধবার ভবানীপুরে সঙ্ঘের বিভিন্ন সংগঠনে থাকা আরএসএসের দায়িত্বপ্রাপ্ত প্রচারকদের এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রচারকরা এখন রাজ্যে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বিদ্যার্থী পরিষদ, বিএমএসের মতো বিবিধ সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন।

উপস্থিত নেতারা বাংলায় তৃণমূল এবং পুলিশের অত্যাচার, মিথ্যা মামলার প্রসঙ্গ তোলেন। তখনই সঙ্ঘপ্রধান কেরলের উদাহরণ টানেন। তিনি জানান, দ্বিতীয় সঙ্ঘপ্রধান গুরুজি যখন কেরলে গিয়েছিলেন, তখনও কমিউনিস্টরা হামলা করেছিল। তা এখনও চলছে। কিন্তু কেরলে সঙ্ঘ কর্মীরা সমাজকে সঙ্গে নিয়ে তার মোকাবিলা করছে। বাংলাতেও সেটাই করে দেখাতে হবে।

সঙ্ঘপ্রধান বৈঠকে বলেন, ‘‘প্রতিকূল পরিস্থিতিতে লড়াইয়ের সময়েও খেয়াল রাখতে হবে যেন সঙ্ঘ কার্যকর্তাদের অন্যদের চেয়ে যেন আলাদা করে চেনা যায়। অন্যদের চেয়ে আলাদা হতে না পারলে সমাজ তাঁদের গ্রহণ করে না।’’ এ দিন সন্ধ্যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছ থেকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পরে সঙ্ঘপ্রধান তাঁকে বলেন, লড়াই কঠিন ঠিকই, কিন্তু এ লড়াইয়ে জিততেই হবে।

আরও পড়ুন: ইউপিএ-র রাশও ছাড়বেন সনিয়া

গত বছর নাগপুরে মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছিলেন রতন টাটা। সেই প্রসঙ্গ টেনে ভাগবত এ দিন বলেন, ‘‘রতন টাটাও আমার কাছে জানতে চেয়েছিলেন কী ভাবে এত বড় এবং এত সংখ্যক সংগঠন সঙ্ঘ চালায়? কী ভাবে ভিড়ের মধ্যে আলাদা করা যায় এমন কর্মী বছরের পর বছর তৈরি করছে সঙ্ঘ? সংগঠন পরিচালনার ক্ষেত্রে যে সৎ এবং যোগ্য লোকের অভাব সবচেয়ে বড় অন্তরায়, সে কথা রতন টাটাও মনে করেন। আরএসএস-কে দেখে তাঁর বিস্ময়ের জায়গাটাও সেটাই।’’

ভাগবতের বঙ্গ সফর শুরু হয়েছে বুধবার থেকে। পাঁচ দিন তিনি রাজ্যে থাকবেন। তাঁর উপস্থিতিতেই দক্ষিণ ও উত্তর বঙ্গের সঙ্ঘচালক (সভাপতি) নির্বাচন হবে। সঙ্ঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক বিদ্যুৎ মুখোপাধ্যায় জানান, ২৩-২৪ ডিসেম্বর উলুবে়ড়িয়ায় সাংগঠনিক বৈঠক করবেন সঙ্ঘপ্রধান। সেখানে রাজ্যস্তরের বাছাই করা প্রতিনিধিদের সঙ্গে বসবেন তিনি। তৃণমূলস্তর থেকে উঠে আসা রিপোর্টও সংগ্রহ করবেন।

Mohan Bhagwat RSS Kerala মোহন ভাগবত আরএসএস কেরল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy