রাজ্য সরকারি হাসপাতালে সরকারি-বেসরকারি গাঁটছড়ায় (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল বা পিপিপি) চলা অডিয়ো-ভেস্টিবিউলার ক্লিনিকগুলিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করল স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, সরকারি হাসপাতালে পিপিপি মডেলে বেসরকারি সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত ওই ক্লিনিকগুলিতে একাধিক অনিয়মের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ‘স্পিচ অ্যান্ড হিয়ারিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’। সোমবার সেই মামলার শুনানিতে নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা, চিকিৎসক ইন্দ্রজিৎ সাহা। এ দিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের নির্দেশ, স্বাস্থ্য দফতরের হলফনামার পরিপ্রেক্ষিতে নিজেদের বক্তব্য জানাবে মামলাকারী সংগঠন। আগামী জানুয়ারিতে ফের এই মামলার শুনানি।
উল্লেখ্য, এর আগে অনিয়মের অভিযোগের তদন্ত করতে চার সদস্যের কমিটি গড়েছিল স্বাস্থ্য দফতর। এ দিন আদালতে জমা দেওয়া হলফনামায় চিকিৎসক ইন্দ্রজিৎ সাহা জানিয়েছেন, চার সদস্যের ওই তদন্ত কমিটি তাদের অনুসন্ধান-রিপোর্ট দিয়ে জানিয়েছে, মামলাকারী সংগঠনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনওতথ্যপ্রমাণ মেলেনি। কলকাতা-সহ মোট ন’টি জেলার সরকারি হাসপাতালে পিপিপি মডেলে চলা অডিয়ো- ভেস্টিবিউলার ক্লিনিকগুলির দায়িত্বে থাকা ১৩টি বেসরকারি সংস্থার তালিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের দাবি, উপযুক্ত ব্যবস্থাপনায় কোনও অনিয়ম ছাড়াই সংশ্লিষ্ট ক্লিনিকগুলি চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)