কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। পুজোর মুখে স্বস্তির কোনও খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। আপাতত তার প্রভাব সরাসরি বাংলার উপরে পড়ছে না। তবে সক্রিয় রক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বঋয়েছে মৌসুমি অক্ষরেখা। বর্ষা চলছে। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোরের মধ্যেও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। কলকাতায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। সে দিন দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আপাতত রাজ্যের উপকূলে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে হতে পারে ভারী বর্ষণ। শনিবার বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। তার পর সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে।