ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করার প্রক্রিয়া প্রায় শেষের পথে। অনেকে ফর্ম বুথ স্তরের আধিকারিকের (বিএলও) কাছে জমা দিয়ে দিয়েছেন। কিন্তু বিএলও তার পরের কাজটি কি করেছেন? আপনার ফর্ম কি নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে আপলোড হয়ে গিয়েছে? তা জানাও কিন্তু জরুরি।
আপনার জমা দেওয়া এনুমারেশন ফর্ম বিএলও কমিশনের পোর্টালে আপলোড করেছেন কি না, তা জানার সহজ উপায় রয়েছে। এমনকি, অনলাইনে ফর্ম পূরণ করলেও তা পোর্টালে ঠিকমতো জমা পড়েছে কি না, দেখা যাবে। এর জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রথম ধাপ— নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘ভোটার্স সার্ভিস পোর্টাল’ খুলতে হবে। গুগ্ল ক্রোমে গিয়ে voters.eci.gov.in লিখলেই পোর্টালটি খুলে যাবে।
দ্বিতীয় ধাপ— পোর্টালের উপরে ডান দিকে ‘ফিল এনুমারেশন ফর্ম’ নামের একটি বাটন রয়েছে। তাতে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ— ‘ফিল এনুমারেশন ফর্ম’-এ গেলে ‘লগ ইন’ বা ‘সাইন ইন’ করার জায়গা পাওয়া যাবে। যদি আপনি কমিশনের এই পোর্টালে নতুন হন, তবে ‘সাইন ইন’-এ ক্লিক করতে হবে।
আরও পড়ুন:
চতুর্থ ধাপ— নিজের মোবাইল নম্বর, ক্যাপচা কোড দিয়ে নাম লিখলেই ফোনে ওটিপি আসবে। তা দিলেই পোর্টালের নির্দিষ্ট পাতা খুলে যাবে। এ ছাড়া, যদি আগে থেকে ‘সাইন ইন’ করা থাকে, তবে শুধু ফোন নম্বর এবং ওটিপি দিয়ে ‘লগ ইন’ করলেই চলবে।
পঞ্চম ধাপ— লগ ইন সফল হলে কমিশনের পোর্টালের উপরে ডান দিকে আপনার নাম দেখাবে। তার পর আবার ‘ফিল এনুমারেশন ফর্ম’-এ ক্লিক করতে হবে।
ষষ্ঠ ধাপ— নিজের রাজ্য বেছে নিয়ে এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর বসাতে হবে যথাস্থানে। তার পর ‘সার্চ’-এ ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার ফর্ম খুলে যাবে।
সপ্তম ধাপ— যদি বিএলও আপনার ফর্ম পোর্টালে আপলোড করে থাকেন, তবে এই পাতায় একটি বার্তা দেখতে পাবেন, ‘আপনার ফর্ম ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গিয়েছে’। সঙ্গে মোবাইল নম্বরটিও দেখা যাবে।
অষ্টম ধাপ— যদি বিএলও আপনার ফর্ম পোর্টালে আপলোড না করে থাকেন, তবে এই সংক্রান্ত কোনও বার্তা দেখা যাবে না। নতুন একটি ফর্ম খুলবে।
কিছু সমস্যা হলে কী করবেন
পোর্টালে যে ফর্ম খুলছে, তাতে যদি মোবাইল নম্বর ভুল থাকে বা অন্য কোনও সমস্যা হয়, তবে দ্রুত সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করুন। আপনি ফর্ম জমা না-দিলেও যদি পোর্টালে দেখায়, আপনার ফর্ম জমা দেওয়া হয়ে গিয়েছে, সে ক্ষেত্রেও যোগাযোগ করুন বিএলও বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে।
আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ভোটারদের কাছ থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে কমিশনের পোর্টালে জমা দিয়ে দিতে হবে বিএলওদের। ৯ ডিসেম্বর তার ভিত্তিতে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। তার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি।