Advertisement
১১ মে ২০২৪
money

ব্যাগে ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা, হাওড়া স্টেশনে আটক আসানসোলের যুবক

হাওড়া স্টেশনের পুরনো চত্বরে গেট নম্বর চার দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করেছিলেন। তাঁর পিঠে ছিল লাল ব্যাগ।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ০১:৩৭
Share: Save:

ব্যাগ ভর্তি নগদ লক্ষা লক্ষ টাকা নিয়ে যেতে গিয়ে হাওড়া স্টেশনে ধরা পড়লেন এক যুবক। ওই যুবকের ব্যাগ থেকে মিলেছে মোট ৪৭ লক্ষ ৫০ টাকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

হাওড়া স্টেশনের পুরনো চত্বরে গেট নম্বর চার দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করেছিলেন। তাঁর পিঠে ছিল লাল ব্যাগ। স্টেশনে ঢোকার মুখে স্ক্যানার মেশিনে ওই ব্যাগ রাখতেই মনিটরে টাকার ছবি দেখতে পান কর্তব্যরত সিআরপিএফ। সেই সময়ে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। সঙ্গে সঙ্গেই তাঁকে হাতেনাতে ধরেন জওয়ানরা। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অমিত মাহাদনি। বয়স ৩০। আসানসোলের বাসিন্দা তিনি।

অমিত ওই কোনও কাগজপত্র বা নথি দেখাতে না পারায় তাঁর টাকা বাজেয়াপ্ত করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁকে আপাতত ছেড়ে দেওয়া হলেও টাকার মালিকানা প্রমাণ এবং বৈধ কাগজপত্র দেখানোর জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে পুলিশ। ওই সময়ের মধ্যে তিনি বৈধ নথি দেখাতে না পারলে তাঁর কড়া পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Income tax department money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE