দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমালের জেরে গত রবিবার হাওড়ার সাঁতরাগাছিতে গুলি চলেনি। তা চলেছিল খোদ জখম দুষ্কৃতীর কাছে থাকা বেআইনি রিভলভার থেকেই। ঘটনার প্রাথমিক তদন্তের পরে মঙ্গলবার এমনই দাবি করেছে হাওড়া সিটি পুলিশ। ডিসি (দক্ষিণ) সুরেন্দ্র সিংহ এ দিন বলেন, ‘‘ওই ঘটনার পিছনে এলাকা দখল ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় ছিল না। এক দুষ্কৃতীর কাছে থাকা রিভলভার থেকে গুলি ছিটকে তার নিজেরই ঊরুতে লাগে। এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেয়েছি। অভিযোগকারী বাপন বেরা নিজেও তা স্বীকার করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।’’
বাপন প্রথমে দাবি করেছিল, সে ও তার এক শাগরেদ আকাশ মণ্ডল রাস্তায় দাঁড়িয়ে ছিল। তখনই বিরোধী গোষ্ঠীর চার-পাঁচ জন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। সেই ভিত্তিতে পুলিশ প্রথমে কয়েক জনকে আটকও করে। যদিও স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ পরে নিশ্চিত হয় যে, গুলি চলার পিছনে বিরোধী কোনও গোষ্ঠীর হাত নেই। জেরায় একই কথা আকাশ জানায় পুলিশকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)