এক বছর আগে মন খারাপ নিয়ে বাড়ি ছেড়েছিল। অবশেষে তাকে খুঁজে পরিবারের হাতে তুলে দিল হুগলি গ্রামীণ পুলিশ। সূত্রের খবর, ডাক্তারি প্রবশিকা পরীক্ষা নিটের ফলপ্রকাশের দিনই বাড়ি ছেড়েছিল পোলবা থানার উচাই গ্রামের মেধাবী ছাত্র সৌদীপ বাগ। পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি থেকে পালিয়ে যায় সে।
পুত্রের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিল সৌদীপের পরিবার। নিখোঁজ ডায়েরি করে তারা। ওই ছাত্রের খোঁজ শুরু করে পুলিশ। ঘটনার প্রায় এক বছর পর পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সৌদীপকে উদ্ধার করে পুলিশ। জামালপুরের একটি কারখানায় খোঁজ পাওয়া যায় ওই ছাত্রের। সেই কারখানাতেই শ্রমিকের কাজ করছিল সে। পুলিশ তাকে উদ্ধার করে হুগলি নিয়ে আসে। বৃহস্পতিবার আদালতে হাজির করিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয় সৌদীপকে।
সৌদীপের বাবা পেশায় শিক্ষক। ছোট থেকেই পড়াশোনায় খুব ভালই ছিল সৌদীপ। ২০২৪ সালে নিট দেয় সে। পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেনি সৌদীপ। তার বন্ধুরা জানায়, পরীক্ষা দিয়ে বেরিয়ে সে জানিয়েছিল তার পরীক্ষা ভাল হয়নি। তার পরই পোলবা থানায় নিখোঁজ ডায়েরি করেন সৌদীপের বাবা সুজয়। প্রায় এক বছর পর পুত্রকে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সৌদীপের বাবা-মা।
আরও পড়ুন:
হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘ওই ছাত্রকে জামালপুর থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে সে একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করছিল। নিখোঁজের খবর পাওয়ার পরই পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। অন্য রাজ্যের পুলিশকেও বিষয়টি জানানো হয়।’’