ট্রাকচালকদেরর মধ্যে বচসা। তার জেরে খুন হতে হল তামিলনাড়ুর এক চালককে। মঙ্গলবার হাওড়ার ধুলাগড়ের ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত্রি সাড়ে ৯টা নাগাদ দুই ট্রাকচালকের মধ্যে বচসা শুরু হয়। এক সময় তামিলনাড়ু থেকে আসা চালক অন্য চালকের মাথায় চাঁটি মারেন। তার পর সেখান থেকে চলে যান অন্য চালক। তবে ওই এলাকাতেই ঘোরাফেরা করছিলেন তামিলনাড়ুর চালক। কিছু ক্ষণ পরে সেই এলাকাতে আসেন অপর ট্রাকচালক। তাঁর সঙ্গে আরও কয়েক জন ছিলেন। দক্ষিণের চালককে এলোপাথাড়ি ভাবে কোপানো হতে থাকে। ঘটনার পরেই অভিযুক্তেরা এলাকা ছেড়ে চম্পট দেয়।
আরও পড়ুন:
গুরুতর অবস্থায় আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান তাঁর মৃত্যু হয়েছে। হাসাপাতাল সূত্রে খবর, মৃতের গলায় ছুরির আঘাত রয়েছে। অন্য দিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে সাঁকরাইল থানার পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাগুল কুন্দন। সিসিটিভিতে বচসার সময় চাঁটি মারা থেকে কোপানো, সব কিছুই ধরা পড়েছে। কী কারণে বচসা ও খুন তা খতিয়ে দেখছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।