প্রধান শিক্ষিকা হওয়ার দাবিতে বিদ্যালয়ের গেটের সামনে গত অগস্ট থেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন অনিমা কোলে ঘোষ নামে এক শিক্ষিকা। চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ঘটনা। শুক্রবার বিষয়টি নিয়ে সরগরম হয়ে ওঠে বিদ্যালয় চত্ত্বর। পথচলতি মানুষও দাঁড়িয়ে পড়েন।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অনিমা শিক্ষিকা নন। সরকারি ভাবে এক জন প্রধান শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রঞ্জিত ঘোষ বলেন, ‘‘আমরা বিষয়টি থানা ও জেলা শিক্ষা দফতরে জানিয়েছি। মনে হয় ওই মহিলা মানসিক ভাবে সুস্থ নন। না হলে কেন এমন আচরণ করবেন! এতে বিদ্যালয়েরই বদনাম হচ্ছে।’’ প্রধান শিক্ষিকা মৌমিতা পালও বলেন, ‘‘সত্যিই ওঁকে (অনিমা) দেখে খারাপ লাগছে। অনেকবার অনুরোধ করেছি। কিন্তু উনি অনড়! আমার মনে হয় উনি মানসিক ভাবে অসুস্থ।’’
এ দিন জেলা বিদ্যালয় পরিদর্শককে এ বিষয়ে একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি।
১৯৯৫ সালে ওই বিদ্যালয়ে চাকরি পান শারীর শিক্ষার শিক্ষিকা (পরে বাংলা পড়াতেন) অনিমা। প্রথমে মগরার বাড়ি থেকে যাতায়াত করলেও বর্তমানে বিদ্যালয়ের
কাছেই শিবতলায় একটি ফ্ল্যাটে থাকেন তিনি। তাঁর দাবি, ২০২১ সাল থেকে তিনিই প্রধান শিক্ষিকা। কিন্তু বর্তমান বিদ্যালয় কর্তৃপক্ষ সে কথা মানছেন না। ক্লাস না নিয়ে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)