২০ টাকার লোভ দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় সাজা ঘোষণা করল আরামবাগ আদলত। ঘটনায় জড়িত মুর্শেদ মালিক (৫২)-কে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।
সূত্রের খবর, দুই বছর আগে গোঘাট থানা অন্তর্গত গড় মান্দারন এলাকায় অর্থের লোভ দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। বিকেল বেলায় ঠকুমার সঙ্গে গরু চড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয় ওই নাবালিকা। পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হলে গোঘাট থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। আরামবাগ আদলতের বিচারক শ্রীকৃষ্ণ কুমার আগরওয়াল তাকে পাঁচ বছরের কারদণ্ডের সাজা এবং ৭৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিঢ়েছেন।