নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বালি পুরসভার অর্থ দফতরের আধিকারিক কল্যাণ প্রামাণিক। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, বালি পুরসভার প্রশাসক এই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে আদালতে রিপোর্ট জমা দেবেন। কে বা কারা ভয় দেখাচ্ছে, পুরসভার সাথে সেই ব্যক্তি কী ভাবে জড়িত বা পুরসভায় কর্মরত আধিকারিকদের সাথে ওই ব্যক্তির কী ঘনিষ্ঠতা, সেই বিষয়ে অনুসন্ধান করবেন প্রশাসক।
কল্যাণের আইনজীবী কল্লোল বসুর অভিযোগ, আর্থিক দুর্নীতি প্রকাশ করায় রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিরা কল্যাণকে ভয় দেখাচ্ছেন। এ ব্যাপারে সঞ্জু সামন্ত নামের এক ব্যক্তির নাম উঠেছে। পুলিশে ও পুরসভায় অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করা হয়নি।
রাজ্যের আইনজীবী অবশ্য দাবি করেন যে, সঞ্জু হেনস্থা করেছেন, এমন প্রমাণ পায়নি পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)