Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bantul The Great

Save Drive save life: ট্রাফিক আইন শেখাচ্ছে বাঁটুল, দেওয়াল লিখনে অভিনব উদ্যোগ হাওড়া ট্রাফিক গার্ডের

হেলমেটহীন বাইকারোহীদের দাঁড় করিয়ে ধমক বাটুলের, ‘হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি।’ দেওয়ালে ফুটিয়ে তোলা কমিকসে দেখা যাচ্ছে হেলমেট না পরলে দুর্ঘটনা যে ঘটতে পারে সেই উপদেশ দিচ্ছে বাটুল।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ২৩:৩৩
Share: Save:

ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলকে হাতিয়ার করল হাওড়া সিটি পুলিশ। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে অভিনব উদ্যোগ হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিমচন্দ্র সরণি দিয়ে গেলে দেওয়ালে চোখে পড়বে ট্রাফিক নিয়ম শেখাতে অন্য ধরনের ছবি। হাতে হেলমেট নিয়ে হাজির নারায়ণ দেবনাথের স্রষ্টা বাটুল দি গ্রেট। সঙ্গে হাদা ভোঁদা।
হেলমেটহীন বাইকারোহীদের দাঁড় করিয়ে ধমক বাটুলের, ‘হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি।’ দেওয়ালে ফুটিয়ে তোলা কমিকসে দেখা যাচ্ছে হেলমেট না পরলে দুর্ঘটনা যে ঘটতে পারে সেই উপদেশ দিচ্ছে বাটুল।

হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুকান্ত কর্মকার বলেন, ‘‘নারায়ণ দেবনাথ বাঙালির মননে রয়েছে। তাঁর সৃষ্টি কোনও দিন ভোলা যাবে না। তাই তাঁকে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই উদ্যোগ। দেওয়ালের কমিকসে নারায়ণ দেবনাথের ছবি রাখা হয়েছে।’’ আর ট্রাফিক আইন শেখাতে বাটুলকে এই ভূমিকায় দেখে খুশি পথচলতি মানুষরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bantul The Great Howrah Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE