অষ্টমীর রাতে হাওড়ায় চাঞ্চল্য! প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন করল এক দল আততায়ী। মঙ্গলবার রাতে হাওড়ার বনবিহারী বসু লেনে ঘটনাটি ঘটেছে। পুজোর আলোয় জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম সুরেশ যাদব (৫০)। বিহারের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুরেশ দুর্গাপুজো দেখতেই পশ্চিমবঙ্গে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ বনবিহারী বসু লেনের সন্ধ্যাবাজার এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুরেশ। সে সময় আচমকা বাইকে চড়ে আসেন এক দল যুবক। তার পর ব্যবসায়ীকে লক্ষ করে পর পর কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুরেশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় সুরেশকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
পুজোর রাতে ব্যবসায়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুরেশ মূলত ঘুরতেই হাওড়ায় এসেছিলেন। আততায়ীদেরও বিহার-যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।