‘এক দেশ, এক নির্বাচন’ শীর্ষক আলোচনাচক্র হয়ে গেল বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ের প্রেক্ষাগৃহে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত রবিবারের ওই সভায় মূল বক্তা ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর বিশ্লেষণ, দেশের নিরাপত্তাজনিত সমস্যা যাতে না হয়, একই সঙ্গে সুস্থিরতার স্বার্থে এবং সর্বোপরি দেশের অর্থনীতির উপর চাপ কমাতে ‘এক দেশ, এক নির্বাচন’ জরুরি।
তাঁর অভিযোগ, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে ভারতে থেকেই ভারতের ‘বিরোধিতা’ করেছেন বিরোধী দলের কিছু নেতা। কাশ্মীরে বারবার জঙ্গি হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শমীকের প্রতিক্রিয়া, ‘‘কাশ্মীর তো অনেক দূর! আগে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, সেটা সামলানো দরকার। মুর্শিদাবাদে বছর পনেরো-ষোলোর যে ছেলেরা পাথর ছুড়ল, তাদের তো মাঠে ফুটবল খেলার কথা!’’
আমেরিকার চাপে বাধ্য হয়েই সংঘর্ষ বিরতিতে ভারতকে রাজি হতে হয়েছে কি না, এই প্রশ্নে শমীকের উত্তর, ‘‘ডোনাল্ড ট্রাম্পের চেয়ে নরেন্দ্র মোদী অনেক বেশি শক্তিশালী ও জনপ্রিয়। কূটনৈতিক বিষয়টা বুঝতে হয়। কিছু রাজনেতিক দল অপ্রাসঙ্গিক হয়ে এ ধরনের কিছু মন্তব্য করছে।’’
তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় বলেন, “আমরা দেশের প্রশ্নে এককাট্টা থেকে পাক অধিকৃত কাশ্মীরের দখল চেয়েছি। এই গুরুত্বপূর্ণ সময়ে দলের বিজ্ঞাপনে এসেছেন শমীকবাবু। বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে এই বিজ্ঞাপনে আমরা গুরুত্ব দিচ্ছি না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)