E-Paper

আজ থেকে হুগলিতে বাস ধর্মঘট

ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছে জেলার দূরপাল্লার বাস-মালিকদের সংগঠনও (হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশন)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ০৮:৩৭
বাস পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি। আরামবাগে।

বাস পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি। আরামবাগে। নিজস্ব চিত্র।

টোটো, অটো, ট্রেকার-সহ ছোট যাত্রিবাহী গাড়ির সংখ্যা বেড়েই চলেছে হুগলির বিভিন্ন রাজপথে। তার প্রভাব পড়ছে বাস পরিষেবায়। বাসের যাত্রী কমছে। ওই সব ছোট গাড়ির অধিকাংশেরই পারমিট নেই এবং তারা সরকারি নিয়মের তোয়াক্কা না করলেও জেলা প্রশাসন নিষ্ক্রিয় বলে অভিযোগ বাস-মালিকদের। এর প্রতিবাদে আজ, সোমবার থেকে অনির্দিষ্টকাল বাস পরিষেবা বন্ধের ডাক দিল হুগলি জেলা বাস-মালিক সংগঠন (বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন)।

ওই সংগঠনের কার্যকরী সভাপতি দেবব্রত ভৌমিকের অভিযোগ, “জেলা প্রশাসন ২০১৫ সাল থেকে আমাদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছিল পারমিটহীন গাড়িগুলি রাজ্য ও জাতীয় সড়কে চলবে না। কিন্তু ছবিটা বদলায়নি। এ নিয়ে জেলা প্রশাসনকে শতাধিক চিঠি পাঠানো হয়েছে। স্মরাকলিপিও দেওয়া হয়েছে। তার পরেও কাজ হয়নি। তাই হেস্তনেস্ত চেয়ে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক দেওয়া হয়েছে।”

ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছে জেলার দূরপাল্লার বাস-মালিকদের সংগঠনও (হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশন)। তবে, তারা শুধু আজ, আন্দোলনে প্রথম দিন জেলা থেকে ছাড়া দূরপাল্লার বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সংগঠনের সভাপতি মির্জা গোলাম মোস্তাফা বলেন, “টোটো-অটো ইত্যাদি নিয়ন্ত্রণের ন্যায্য দাবিকে আমরা নৈতিক সমর্থন করে ধর্মঘটে একদিন শামিল হচ্ছি। বিভিন্ন জেলা থেকে আমাদের দূরপাল্লার বাসগুলিকে এ দিন হুগলিতে ঢুকতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার থেকে আমাদের বাস নিয়মিত চলবে।”

এই বাস ধর্মঘট নিয়ে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিতেন্দু পাল বলেন, “রবিবার বাস-মালিকদের সঙ্গে একদফা বৈঠক করেছেন জেলা পরিবহণ দফতরের আধিকারিক (আরটিও)। আজ, সোমবার ফের আমরা বসব। বাস-মালিকদের অনুরোধ করা হয়েছে, মানুষের হয়রানি যাতে না হয়।” পারমিটহীন যাত্রিবাহী গাড়ি প্রসঙ্গে তিনি জানান, কয়েকটি পুর এলাকায় অলি-গলি বা ছোট রাস্তায় ওই সব গাড়ি চলছে। বাকি সর্বত্র দফায় দফায় হবে। রাজ্য সরকারও এ সংক্রান্ত নিয়মনীতি তৈরি করছে।

জেলা প্রশাসনের ডাকা এ দিনের বৈঠক নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাস-মালিক সংগঠনগুলি। বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জানান, তাঁদের তরফে বাস ধর্মঘটের বিষয়টি জেলা প্রশসানকে জানানো হয়েছে ১০ দিন আগে। কিন্তু এ দিনের বৈঠকের চিঠি মিলেছে শনিবার রাতে। ফলে, সকলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। দু’জন গিয়ে বৈঠকের দিন পরিবর্তন করতে বলায় আজ, সোমবার ১২টায় বৈঠক ডাকা হয়েছে। দেবব্রত বলেন, “প্রশাসনের তরফে সোমবার সকাল থেকে বাস চালাতে বলা হলেও আমরা জানিয়েছি, বৈঠকের ফলাফল দেখে তবেই গাড়ি বের করব।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Hooghly

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy