Advertisement
১৯ এপ্রিল ২০২৪
CPIM Flag

বিজেপির কর্মসূচিতে ফের সিপিএমের পতাকা, শোরগোল

গেরুয়া শিবিরের দাবি, সরকারি প্রকল্পে ঘর না-পেয়ে সিপিএমের লোকেরা তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তবে, সেই দাবি নস্যাৎ করেছেন সিপিএম নেতৃত্ব।

 সুগন্ধা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ বিজেপি ও সিপিএমের। নিজস্ব চিত্র

সুগন্ধা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ বিজেপি ও সিপিএমের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পোলবা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ০৬:৪৬
Share: Save:

পতাকায় ফের ‘রাম-বাম সহাবস্থান’ হুগলিতে।

দিন কুড়ি আগে পোলবা-দাদপুর ব্লকের হারিট পঞ্চায়েতে আবাস যোজনা প্রকল্প নিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে সিপিএমের পতাকা দেখা গিয়েছিল। বুধবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল একই ব্লকের সুগন্ধা পঞ্চায়েতে। বিষয়টি নিয়ে যথারীতি হইচই পড়ে গিয়েছে।

গেরুয়া শিবিরের দাবি, সরকারি প্রকল্পে ঘর না-পেয়ে সিপিএমের লোকেরা তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তবে, সেই দাবি নস্যাৎ করেছেন সিপিএম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, রাস্তা থেকে সিপিএমের পতাকা খুলে দু’জন বয়স্ক মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয়।

আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে এই জেলায় বিভিন্ন পঞ্চায়েতে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে বিজেপি। এ দিন সেই কর্মসূচিতে ফের সিপিএমের পতাকা দেখা যাওয়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি মনতোষ দাস বলেন, ‘‘সিপিএমের বহু কর্মী রয়েছেন, যাঁদের মাটির ঘর। আবাস প্লাসে তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি। তাঁদের মধ্যেই কেউ কেউ সরাসরি আমাদের কর্মসূচিতে দলীয় পতাকা নিয়ে হাজির হয়েছেন। আমরা তাতে আপত্তি করিনি।’’

সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষের প্রতিক্রিয়া, ‘‘বিষয়টি পুরোপুরি বিজেপির গেম-প্ল্যান। সিপিএমের এত খারাপ অবস্থা হয়নি যে বিজেপির কর্মসূচিতে অংশ নিতে হবে। আসলে রাস্তা থেকে আমাদের দলীয় পতাকা খুলে ওরা দু’জন বয়স্ক মানুষের হাতে ধরিয়ে দেয়। আমাদের কর্মীরা তাঁদের থেকে সেই পতাকা কেড়ে নেন। আমাদের কাছে সেই ভিডিয়ো আছে।’’ সুগন্ধার সিপিএম কর্মী শতদ্রু দাস বলেন, ‘‘স্থানীয় স্তরে দলে বিজেপির সঙ্গে যৌথ কর্মসূচির কোনও সিদ্ধান্ত হয়নি। এটা সাজানো। আমরা দলীয় পতাকা নিয়ে নিয়েছি।’’

হারিট পঞ্চায়েতের বিজেপির আন্দোলনে কাস্তে-হাতুড়ি-তারার পতাকা নিয়েও দেবব্রতরা একই অভিযোগ করেছিলেন। বিষয়টির তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। হুগলিতে দলীয় কর্মসূচিতে এসে বিজেপির বিরুদ্ধে দলের ঝান্ডা চুরির অভিযোগ তুলেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPIM BJP Polba
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE