প্রকাশ্য রাস্তা থেকে শিশুকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা! অভিযোগ এমনটাই। শনিবার হাওড়ার দাসনগরে ঘটনাটি ঘটেছে। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত শিশুর নাম অংশুমান সিংহ। আট বছরের ওই শিশুর মা সঙ্গীতা সিংহ নিজেই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, শনিবার তিনি তাঁর দুই সন্তান আয়ুশ ও অংশুমানকে নিয়ে ডোমজুড়ের বাড়ি থেকে দাসনগরে গিয়েছিলেন। সেখান থেকে তিন জন পায়ে হেঁটে বালিটিকুরি এলাকায় যাচ্ছিলেন। অভিযোগ, তখনই কয়েক জন সাদা গাড়িতে চেপে এসে তাঁর ছোট ছেলেকে তুলে নিয়ে চলে যান। এর পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা।
পুলিশকে সঙ্গীতা জানিয়েছেন, বালিটিকুরি থেকে আরুপাড়া পর্যন্ত যে ফাঁকা রাস্তা রয়েছে, সেখানেই এই ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছেন দাসনগর থানা ও সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। খবর পেয়ে জয়েন্ট সিপি শবরী রাজকুমারও দাসনগর থানায় পৌঁছোন। তবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বয়ানে ও আচরণে একাধিক অসঙ্গতি রয়েছে। শুধু তা-ই নয়, নিজের ছেলেকে অপহরণ করা হলে একজন মায়ের যা যা করণীয়, তা-ও তিনি করেননি। এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, অপহরণের ঘটনাটি সাজানো কি না— সে সব খতিয়ে দেখছে পুলিশ।