উদ্ধার করা হল হাওড়া স্টেশন থেকে চুরি যাওয়া তিন বছরের শিশুকে। রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার আদালওয়াড়ায় থেকে বৃহস্পতিবার তাকে উদ্ধার করেছে রেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে সোরাজ কানজার নামে এক অভিযুক্তকে। সোমবার শিশুটিকে নিয়ে হাওড়ায় আসার কথা তার মা ও রেল পুলিশের। এর আগে সাহানারা বেগম এবং মাফুজা বিবি নামে দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
রেল পুলিশের এক কর্তা জানান, গত ৫ মার্চ শিশুটিকে চুরি করেছিল সাহানারা। ধৃতদের দাবি, ১৫ হাজার টাকায় তারা বিক্রি করেছিল শিশুটিকে। পুলিশ সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, স্টেশন থেকে বাচ্চাটিকে চুরি করে সাহানারা বার বার যানবাহন পাল্টে ঘুরপথে হাওড়ার বীরশিবপুরে নিয়ে যায়।
রেল পুলিশের দাবি, বুধবার খোঁজ মেলে সাহানারার। জেরায় সে মাফুজার কথা জানায়। মাফুজাকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে, শিশুটিকে পাচার করা হয়েছে রাজস্থানে। মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখে সন্ধান মেলে সোরাজের। এর পরেই সেখানে হানা দেয় রেল পুলিশের একটি দল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)