বৃষ্টির দেখা নেই। গরমে নাজেহাল সকলেই। এর সঙ্গে হুগলির নানা প্রান্তে লোডশেডিং ও লো-ভোল্টেজের সমস্যা তীব্র হচ্ছে। পরিত্রাণ পেতে কিছু জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ মানুষ।
পর্যাপ্ত বিদ্যুৎ সরবারাহের দাবিতে রবিবার সকালে খানাকুলের হেলান বকুলতলা সংলগ্ন সামন্ত রোডে বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে বিক্ষোভ এবং অবরোধ করেন গ্রামবাসী। ঘটনাস্থলে পুলিশ যায়। সিঙ্গুরের বাগডাঙা ছিনামোড় পঞ্চায়েতের ছিনামোড় এলাকায় শনিবার রাত ১১টার পরে লোডশেডিং হয়। রবিবার সকালেও বিদ্যুৎ না-আসায় গ্রামবাসীরা ৯টা থেকে তিন ঘণ্টা তারকেশ্বর-বৈদ্যবাটী রোড অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।
আরামবাগ মহকুমা জুড়ে লো-ভোল্টেজের সমস্যাই বেশি। হেলান বকুলতলা-সহ রামমোহন ২ পঞ্চায়েতের বাসিন্দাদের অভিযোগ, এমনিতেই ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ থাকে না। আবার বিদ্যুৎ থাকলে লো-ভোল্টেজ। মোটর চালানো যাচ্ছে না। গরমে শিশু ও বয়স্কদের কষ্ট হচ্ছে।
খানাকুলে অবরোধ চলাকালীন উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার বসানোর দাবি ওঠে। বিদ্যুৎ বণ্টন সংস্থার আরামবাগের বিভাগীয় ম্যানেজার অনিরুদ্ধ মণ্ডল বলেন, ‘‘আপাতত পাশের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে। লোডশেডিং যাতে না হয়, তা-ও দেখা হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)