মৃত ছাত্রনেতা আনিস খানের কাকা আলেম খানের বাড়িতে দুষ্কৃতীদের হামলার চেষ্টার অভিযোগ উঠল। সোমবার রাতে আমতার সারদা গ্রামের সেই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া বলেন, ‘‘অভিযোগটি নিয়ে খোঁজখবর করা হবে।’’
আলেমের ছেলে সলমন খানের অভিযোগ, সোমবার রাত ১২টা নাগাদ চারজন ব্যক্তি তাঁদের বাড়ির সামনে জড়ো হয়। তাদের মধ্যে একজন বাড়ির পিছনের গ্রিল টপকে ভিতরে ঢুকে পড়ে। সলমনের মা সেটা দেখতে পেয়ে চিৎকার করলে তারা চম্পট দেয়।
তবে এটাই প্রথম নয়। সলমনের অভিযোগ, গত ২০ জুন রাতে কয়েকজন ব্যক্তি রাতে তাঁদের বাড়িতে হানা দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সলমন বলেন, ‘‘তাছাড়া গত ২৬ জুন কুশবেড়িয়া পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান হাসেম খান কয়েকজন অনুগামী নিয়ে স্থানীয় শিশুশিক্ষা কেন্দ্রে বৈঠক করেন। সেখানে হাসেম খান তাঁর অনুগামীদের বলে দেন, আনিসের খুনের ঘটনা নিয়ে যে সব প্রতিবাদী আন্দোলন হচ্ছে তা করতে দেওয়া যাবে না।’’ সলমনের অভিযোগ, দু’বারই পুরো বিষয়টি পুলিশে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।