এক প্রোমোটরের কাছ থেকে তোলার টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানামাকুয়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান ওই প্রোমোটারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চেয়েছেন। এমনকি, হুমকিও দিয়েছেন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।
থানামাকুয়ার চন্দ্রবাটি ভিলেজ রোডে একটি বহুতল নির্মাণ করছেন অভিজিৎ নায়েক নামে এক প্রোমোটার। তাঁর অভিযোগ এই কাজ করতে গিয়ে তিনি বার বার বাধার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ, তাঁর কাছে পাঁচ লাখ টাকা তোলা চেয়েছেন থানামাকুয়া পঞ্চায়েতের প্রধান আবু মণ্ডল। তিনি এমদাদ হোসেন লস্কর নামে এক পঞ্চায়েত সদস্যকে তাঁর অফিসে পাঠাচ্ছেন টাকার জন্য। টাকা না দেওয়ায় তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

—নিজস্ব চিত্র।
হাওড়া পুলিশ কমিশনারেট ও সাঁকরাইল থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন অভিজিৎ। এমনকি, মুখ্যমন্ত্রীর দফতরে তিনি মেল করে বিষয়টি জানিয়েছেন। অভিজিৎ জানান, পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। তিনি আতঙ্কে রয়েছেন। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে অভিযোগ সত্যি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয় আবু বলেন, “দীর্ঘ দিন প্রধান পদে রয়েছি। কোনও বেআইনি কাজ করিনি। ঘটনার তদন্ত হোক। সব রকম সহযোগিতা করব। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রধানের পদ ছেড়ে দেব। মিথ্যা প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেব।”