Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Corona

করোনা সচেতনতায় প্রচারে পুলিশ, জরিমানার হুঁশিয়ারির সঙ্গে মিলল মাস্ক-স্যানিটাইজারও

দূরত্ববিধি মেনে ট্রেনে চড়ার সতর্কতা বার্তার পাশাপাশি বলা হল, প্রয়োজন ছাড়া যেন ট্রেন-সফর এড়িয়ে যান যাত্রীরা।

করোনা মহামারি সচেতনতায় পুলিশের উদ্যোগে মাইকে প্রচার।

করোনা মহামারি সচেতনতায় পুলিশের উদ্যোগে মাইকে প্রচার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেওড়াফুলি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২৩:৫০
Share: Save:

মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা। রেলযাত্রীদের সচেতন করতে মঙ্গলবার লোকাল ট্রেন এবং প্ল্যাটফর্মে এ ব্যাপারে প্রচার শুরু করল শেওড়াফুলি রেল পুলিশ (জিআরপি)। দূরত্ববিধি মেনে ট্রেনে চড়ার সতর্কতা বার্তার পাশাপাশি বলা হল, প্রয়োজন ছাড়া যেন ট্রেন-সফর এড়িয়ে যান যাত্রীরা।

ট্রেনে প্ল্যাটফর্মে বহু যাত্রীরই মুখে মাস্ক ছিল না। মঙ্গলবার তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হয় যে, আগামী দিনে মাস্ক ছাড়া ট্রেনে উঠলে বা প্ল্যাটফর্মে থাকলে জরিমানা দিতে হবে তাঁদের। হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করেন শেওড়াফুলি রেলপুলিশ।

অন্য দিকে মঙ্গলবার করোনা মহামারি সচেতনতায় রাস্তায় নামে সিঙ্গুর থানার পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় ঘুরে মাইকে প্রচার চালানো হয়। পাশাপাশি মাস্কবিহীন পথচলতি সাধারণ মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE