নাবালিকার উপর শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার প্রতিবেশীরা। রবিবার এই ঘটনা ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। ওই কাণ্ডে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
উত্তরপাড়ার বাসিন্দা বছর সতেরোর ওই নাবালিকা জানিয়েছেন, বছর চারেক আগে তার মায়ের সঙ্গে বাবার বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই বাবা তার উপর অত্যাচার শুরু করেন বলে অভিযোগ ওই নাবালিকার। সে জানায়, বাবা মত্ত অবস্থায় তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালান। তাকে শৌচাগারে বা ঘরে তালাবন্ধ করে রাখা হয় বলেও অভিযোগ। নাবালিকার মাসির অভিযোগ, ‘‘মায়ের সঙ্গে ওর বাবার বিচ্ছেদের পর থেকেই মেয়েটির উপর অত্যাচার হয়। ওর বাবা যা পায়, সব মদ খেয়ে উড়িয়ে দেয়। মেয়ে যা বলছে তা ঠিক। এর আগেও এ নিয়ে থানাপুলিশ হয়েছে।’’তাঁর দাবি, রবিবার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল ওই নাবালিকা। এর পর প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। ওই নাবালিকা জানিয়েছে, সে বাবার সঙ্গে থাকতে চায় না। ওই নাবালিকা আপাতত রয়েছে তার মাসির বাড়িতে।
আরও পড়ুন:
-
সংবিধান দখল! অবসরপ্রাপ্ত বিচারপতির মতকে হাতিয়ার করে শীর্ষ আদালতের সঙ্গে সংঘাতে রিজিজু
-
একের পর এক কুণ্ড উধাও জোশীমঠে! এতেও বিপদ দেখছেন স্থানীয়রা, ৮৬৩ বাড়িতে ফাটল চিহ্নিত
-
বন্দুকবাজের হামলায় হতাহত বহু, আমেরিকায় চিনা নববর্ষের অনুষ্ঠান শেষে বইল রক্তগঙ্গা
-
একের পর এক কুণ্ড উধাও জোশীমঠে! এতেও বিপদ দেখছেন স্থানীয়রা, ৮৬৩ বাড়িতে ফাটল চিহ্নিত
প্রতিবেশীরা ওই নাবালিকার বাবার বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। জয়ন্তকুমার বসাক নামে ওই নাবালিকার এক প্রতিবেশী বলেন, ‘‘মেয়েটা বলছে, ওর উপর বাবা নির্যাতন করে। ওকে পড়াশোনাও করায় না। আজ চাইল্ড লাইনে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। আমরা চাই এর তদন্ত হোক।’’ বিষয়টি জানানো হয়েছে কোন্ননগর চাইল্ড লাইনেও। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে চাইল্ড লাইনের তরফে জানানো হয়েছে।
নাবালিকার বাবা অবশ্য এ নিয়ে নির্বিকার। তিনি বলেন, ‘‘আমি কিছু করিনি। মদ খেতাম। কিন্তু এখন তা ছেড়ে দিয়েছি। আমার মেয়ে মিথ্যা কথা বলছে। ২ বছর আগে আমাকে ১০টি ঘুমের ওষুধ খাইয়ে পালিয়ে গিয়েছিল ও। আমি এখন আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে আছি। সাধকের জীবন কাটাচ্ছি।’’
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নাবালিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে সূত্রের খবর।