হাওড়ার বাঁকড়ায় চটের বস্তা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে কারখানায় আচমকা আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে বিস্তীর্ণ অংশ। চটের বস্তার গুদাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এত বড় কারখানায় আগুন লাগায় এলাকাতেও আতঙ্ক ছড়ায়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দমকল।
আরও পড়ুন:
বাঁকড়ার ঝিলপাড়া এলাকার ওই কারখানায় চটের বস্তা তৈরি করা হত। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সকাল কারখানা চালু হয়ে গিয়েছিল। শ্রমিকেরাও এসে গিয়েছিলেন। সকাল ৮টা নাগাদ আচমকা আগুন লেগে যায় বস্তায়। কারখানাটিতে প্রচুর পরিমাণে চটের বস্তা মজুত করা ছিল। আগুন সেখানে ছড়িয়ে পড়ে। পুড়তে থাকে একের পর এক বস্তার স্তূপ। শ্রমিকেরা আগুন দেখে ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। ফলে কোনও হতাহতের খবর নেই। তবে এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আগুনের খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে হাত লাগান। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। বাঁকড়ার ওই এলাকা ঘনবসতিপূর্ণ। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা না-গেলে তা এলাকাতেও ছড়িয়ে পড়তে পারত। কী থেকে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখবে দমকল। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও স্পষ্ট হয়নি। স্থানীয় সূত্রের খবর, আগুন নিভে গেলেও এখনও ধোঁয়া রয়েছে এলাকায়।