Advertisement
১৩ ফেব্রুয়ারি ২০২৫
Fire at Burn Standard Factory

হাওড়ায় বার্ন স্ট্যান্ডার্ডের বন্ধ কারখানায় আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নেভাল দমকলের চারটি ইঞ্জিন

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানার ভিতরে জমিয়ে রাখা কাঠ এবং অন্যান্য সামগ্রীতে কোনও ভাবে আগুন লেগে যায়। এগুলি দাহ্য হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে সহজেই।

হাওড়ার বন্ধ কারখানায় আগুন।

হাওড়ার বন্ধ কারখানায় আগুন। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২১:১৫
Share: Save:

হাওড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় আগুন! ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১২টি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

গত কয়েক বছর ধরেই বন্ধ হয়ে পড়ে আছে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানা। সেই কারখানাতেই সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। পৌঁছয় হাওড়া থানার পুলিশও। শেষমেশ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানার ভিতরে জমিয়ে রাখা কাঠ এবং অন্যান্য সামগ্রীতে কোনও ভাবে আগুন লেগে যায়। এগুলি দাহ্য হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে সহজেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধ কারখানা থেকে গ্যাস কাটারের সাহায্যে লোহার যন্ত্রাংশ কেটে বের করার কাজ চলছিল। সেই গ্যাস কাটারের আগুনের ফুলকি থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিশ ও দমকলের।

হাওড়ার নগরপাল প্রভীন কুমার ত্রিপাঠি ঘটনাস্থলে আসেন। তিনি জানান, বন্ধ কারখানায় কী ভাবে আগুন লাগল তা জানতে তদন্ত করা হবে। ফরেনসিক দল ঘটনাস্থলে আসবে। কারখানায় দেখভালের দায়িত্বে যারা থাকেন তাঁদের ভূমিকা দেখা হবে। দমকলের থেকে রিপোর্ট নেওয়া হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

বার্ন অ্যান্ড কোং এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াগন কোম্পানির মিশেলে তৈরি বার্ন স্ট্যান্ডার্ড। ১৯৭৬ সালে এই কোম্পানির জাতীয়করণ হয়েছিল। দেশের সবচেয়ে পুরনো এবং অন্যতম অগ্রণী ওয়াগন নির্মাতা হিসেবেই পরিচিত ছিল এই সংস্থা। হাওড়া এবং বার্নপুরে সংস্থার কারখানা ছিল। ২০১৮ সালের শুরুতে বার্ন স্ট্যান্ডার্ড গোটানো এবং সমস্ত কর্মীকে স্বেচ্ছাবসর দেওয়ার কাজ শুরু হয়। কাজ যায় স্থায়ী, অস্থায়ী মিলিয়ে প্রায় ছ’শো কর্মীর। সেই থেকে বন্ধই পড়ে ছিল এই কারখানা।

অন্য বিষয়গুলি:

Burn Standard Burn standard co ltd Burn Standard Company Limited factory Howrah Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy