রাজ্যে তাঁকে নিয়ে বিতর্কের পর বারবার অস্বস্তিতে পড়েছেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যেপাধ্যায়। বারবার কল্যাণের নামে পোস্টার ও ফ্লেক্স দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়। তাঁর নিজের কেন্দ্র শ্রীরামপুরেও বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। এমনকি হাওড়ার ডোমজুড়ে তাঁকে নেশাখোর, চরিত্রহীন এবং তোলাবাজ বলেও আক্রমণ করা হয়।
শুক্রবার ডোমজুড় বিধানসভার বাঁকড়া এলাকায় আবার একবার ফ্লেক্স লাগানো হল কল্যাণের নামে। তবে এইবার তাঁর বিরুদ্ধাচারণ করে নয়, বরং কল্যাণের সমর্থনেই লাগানো হল ফ্লেক্স। একইসঙ্গে ফ্লেক্স লাগিয়ে আক্রমণ করা হল ডোমজুড়ের এক কালের বিধায়ক রাজীবকে।