রাজ্যের ‘সেরা বিদ্যালয়’ পুরস্কার পাচ্ছে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ও। শহরের বটতলা এলাকায় ১৮৭৯ সালে স্থাপিত এই বিদ্যালয় স্থানীয় ভাবে ‘আখনা গার্লস স্কুল’ নামে পরিচিত। আজ, রবিবার শিক্ষক দিবসে প্রশাসনের তরফে স্কুল কর্তৃপক্ষের হাতে ওই পুরস্কার তুলে দেওয়ার কথা।
প্রশাসন সূত্রের খবর, পড়াশোনা, পরীক্ষার ফল, শিক্ষক-পড়ুয়া অনুপাত, খেলা বা অন্য বিষয়ে যোগদান থেকে শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি-সহ সার্বিক পরিকাঠামোর ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। রাজ্যের মোট ১১টি বিদ্যালয়কে এ বার এই পুরস্কার দেওয়া হবে। তবে, কেন্দ্রীয় ভাবে কোনও অনুষ্ঠান করা হচ্ছে না। সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে জেলার প্রশাসনিক দফতরে ডাকা হচ্ছে। সেখান থেকে তাঁরা ভিডিয়ো কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেবেন। তাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য পেশ করার কথা। শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষকে চুঁচুড়ায় জেলাশাসকের দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হুগলি জেলায় বরাবরই এই বিদ্যালয়ের নামডাক রয়েছে। প্রধান শিক্ষিকা আইভি সরকার বলেন, ‘‘করোনা পর্বে স্কুল বন্ধ থাকায় পড়াশোনা অনেকাংশেই অনলাইনের উপরে নির্ভরশীল। প্রযুক্তির সাহায্যে মেয়েদের পড়ানোর ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। সেরা বিদ্যালয়ের পুরস্কার পাব, এ জন্য গর্ব অনুভব করছি। ছাত্রী, অভিভাবক, পরিচালন সমিতি, শিক্ষিকা-শিক্ষাকর্মী সবাই মিলেই সব দিক থেকেই বিদ্যালয়ের উৎকর্ষতা বজায় রাখার চেষ্টা করব।’’