কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে তাঁর চেনাশোনা। বললেই চাকরি। এমনই কথা বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ হাওড়ার ডোমজুড়ের এক যুবকের বিরুদ্ধে। রবিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ডোমজুড়েরই বাসিন্দা। নাম শৌভিক পাড়ুই। কখনও লালবাতি, কখনও নীলবাতি দেওয়া গাড়ি চড়ে ঘুরতেন। এলাকার সকলে সম্ভ্রমের চোখে দেখতেন তাঁকে। কারণ, গাড়ির সামনে সাঁটানো থাকত কেন্দ্রীয় সরকারের অর্থ দফতরের স্ট্যাম্প। পরে জানা যায়, ওই স্ট্যাম্পও ভুয়ো তাঁর প্রতিশ্রুতিও মিথ্যা।
আরও পড়ুন:
দিনের পর দিন টাকা নিয়ে এ কথা সে কথা বলে লোকজনকে ফিরিয়েছেন। শনিবার ডোমজুড়ের স্থানীয় বাসিন্দাদের কয়েক জন তাঁকে আটকে রাখেন। রাতে ডোমজুড় গ্রামীণ বাতি লাগানো গাড়ি-সহ ধরা পড়েন শৌভিক। তাঁকে ঘিরে ধরেন প্রতারিত চাকরিপ্রার্থীরা। খবর যায় ডোমজুড় থানার পুলিশের কাছে। রাতেই ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পর রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের পাড়ুই পাড়ায় ‘ভাল ছেলে’ বলে পরিচিত শৌভিক। প্রতিবেশীরা জানতেন, কেন্দ্রীয় সরকারের বড় পদে কর্মরত তিনি। ধনী এবং প্রভাবশালী লোকেদের সঙ্গে মেলামেশা রয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, আন্দুলে অভিযুক্ত প্রাসাদোপম বাড়ি করেছেন বলে জানা গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে বিভিন্ন দফতর এবং দফতরের আধিকারিকদের সঙ্গে ছবি তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করতেন। এ দিয়ে অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। অনেক বেকার যুবক-যুবতীকে ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। এই প্রতারণাচক্রে আরও কেউ আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতকে আদালতে হাজির করানোর সম্ভাবনা।