E-Paper

পুলিশি অভিযোগ ঘিরে বিক্ষোভে সাফাইকর্মীরা

সাফাইকর্মীদের দাবি, বেতন বৃদ্ধির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করার সময়ে তাঁদের বিরুদ্ধে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪
পুরকর্তাদের অবশ্য দাবি, বিরোধী রাজনৈতিক দলের মদতে কিছু সাফাইকর্মী মাঝেমধ্যেই আন্দোলন করে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করছেন।

পুরকর্তাদের অবশ্য দাবি, বিরোধী রাজনৈতিক দলের মদতে কিছু সাফাইকর্মী মাঝেমধ্যেই আন্দোলন করে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করছেন। —প্রতীকী ছবি।

পুরসভার সাফাইকর্মীদের বিরুদ্ধে পুলিশের করা অভিযোগ ঘিরে বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল হল হাওড়া পুরসভা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয় পুর ভবনের সামনে। সাফাইকর্মীদের দাবি, বেতন বৃদ্ধির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করার সময়ে তাঁদের বিরুদ্ধে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। ওই অভিযোগ প্রত্যাহার না করা হলে এবং দাবি মতো বেতন কাঠামো না চালু করলে আজ, শুক্রবার থেকে সাফাইকর্মীরা লাগাতার ধর্মঘট শুরু করবেন।

পুরকর্তাদের অবশ্য দাবি, বিরোধী রাজনৈতিক দলের মদতে কিছু সাফাইকর্মী মাঝেমধ্যেই আন্দোলন করে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করছেন। তাঁদের দাবির সারবত্তা নেই। গত কয়েক বছর ধরে পুজোর কয়েক মাস আগে থেকে সাফাইকর্মীরা তাঁদের দৈনিক মজুরি বাড়ানো ও স্থায়ী বেতন কাঠামো-সহ নানা সরকারি সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলন করছেন। এ বছরও অগস্ট থেকে তার ব্যতিক্রম হয়নি।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সাফাইকর্মীদের সংগঠন, অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘের রাজ্য সভাপতি সুজিত বাল্মীকি বলেন, ‘‘দাবি মতো সাফাইকর্মীদের বেতন কাঠামো না দিলে ও মামলা না তুললে প্রয়োজনে শুক্রবার থেকেই সাফাইকর্মীরা ধর্মঘট করবেন।’’

হাওড়া পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, ‘‘সাফাইকর্মীদের একাংশ বার বার রাজনৈতিক উদ্দেশ্যে পুর ভবন ঘেরাও করে অন্যায্য দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। ওঁরা জানেন, রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া সর্বাধিক দৈনিক ২০২ টাকা মজুরি অস্থায়ী সাফাইকর্মীদের দেয় হাওড়া পুরসভা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Howrah Municipaity Howrah Municipal Corporation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy