Advertisement
১১ মে ২০২৪
Lockdown

২২ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে উদ্যোগ হাওড়া ট্রাফিক পুলিশের

মুর্শিদাবাদের ওই ২২ জন শ্রমিক রাজমিস্ত্রির কাজ করতে তামিলনাড়ু গিয়েছিলেন। তামিলনাড়ু থেকে বাসে চড়ে কলকাতা রওনা দেন।

ট্রাফিক পুলিশের সহায়তায় মুর্শিদাবাদ রওনা পরিযায়ী শ্রমিকদের।

ট্রাফিক পুলিশের সহায়তায় মুর্শিদাবাদ রওনা পরিযায়ী শ্রমিকদের। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২২ মে ২০২১ ১৯:২৬
Share: Save:

তামিলনাড়ু থেকে রাজ্যে আসা মুর্শিদাবাদের ২২ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে উদ্যোগ নিল হাওড়া ট্রাফিক পুলিশ।

শনিবার ডোমজুড়ের সলপে ২২ জন পরিযায়ী শ্রমিককে অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ওই ২২ জন শ্রমিক রাজমিস্ত্রির কাজ করতে তামিলনাড়ু গিয়েছিলেন। করোনার দ্বিতীয় পর্বে তামিলনাড়ুতেও লকডাউন ঘোষণা হওয়ায় বিপাকে পড়ে যান তাঁরা। গত ২০ মে তাঁরা বাড়তি টাকা দিয়ে টিকিট কিনে তামিলনাড়ু থেকে বাসে চড়ে কলকাতা রওনা দেন। শনিবার সকালে তাঁরা ডোমজুড়ের অঙ্কুরহাটি মোড়ে নামেন। সেখান থেকে হেঁটে তাঁরা পৌঁছন ডোমজুড়ের সলপ মোড় এলাকায়।

ওই সব শ্রমিকদের পাশে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। তাঁদের খাবার এবং পানীয় জলের বন্দোবস্ত করেন তাঁরা। খবর দেন, ট্রাফিক পুলিশে। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Migrant Workers Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE