E-Paper

সাত বছর পরে অবশেষে চালু হাওড়ার নয়া বহুতল আদালত কমপ্লেক্স

উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন জেলা বিচারক অভিজিৎ সোম। হাওড়া আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার থেকেই নতুন ভবনে পাঁচটি আদালত উঠে আসবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৯:০৮
আগামী সোমবার থেকেই নতুন ভবনে পাঁচটি আদালত উঠে আসবে।

আগামী সোমবার থেকেই নতুন ভবনে পাঁচটি আদালত উঠে আসবে। —প্রতীকী চিত্র।

তৈরি হয়েও সাত বছর ধরে পড়ে থাকার পরে অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধন হল হাওড়ার নতুন আদালত কমপ্লেক্সের। শুক্রবার ওই কমপ্লেক্সের উদ্বোধন করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনম। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অপর দুই বিচারপতি, রবিকৃষণ কপূর এবং শম্পা দত্ত। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও উপস্থিত ছিলেন। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন জেলা বিচারক অভিজিৎ সোমও। হাওড়া আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার থেকেই নতুন ভবনে পাঁচটি আদালত উঠে আসবে।

এজলাসে জায়গার অভাব, আইনজীবীদের ন্যূনতম বসার জায়গা না থাকা-সহ বিভিন্ন সমস্যায় দীর্ঘ দিন ধরেই জেরবার হাওড়াআদালতের বিচারক, আইনজীবী থেকে শুরু করে বিচারপ্রার্থীরা। তার উপরে বিচারকক্ষ, এজলাস এবং বিভিন্ন অফিসের সংখ্যা বেড়ে চলায় জায়গার অভাব ক্রমেই প্রকট হচ্ছিল। এ দিন নতুন ভবনের উদ্বোধনের পরে প্রধান বিচারপতি বলেন,‘‘রাজ্য সরকারের সাহায্যে এই ভবনটি তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ে এই রকম আরও একটি কোর্ট কমপ্লেক্স তৈরির কাজ শুরু হবে। তার পরে দু’টি ভবন মিলিয়ে সম্পূর্ণ বিচারালয় তৈরি হবে। এতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী— সকলেরই সুবিধা হবে।’’

এ দিন আদালত চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দখলদারমুক্ত রাখার জন্য মুহুরি, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাছে আবেদনজানান প্রধান বিচারপতি। তাঁর বক্তৃতায় তিনি বলেন, ‘‘লোক আদালতের মাধ্যমে ছোট ছোট বিষয়, যেমন, সম্পত্তি নিয়ে জটিলতা, ভাইদের মধ্যে গন্ডগোল, বৈবাহিক সমস্যা, শ্রম বিবাদ, দুর্ঘটনারজন্য ক্ষতিপূরণ ও গাড়ির জরিমানা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি হয়। তাই লোক আদালতের উপরে জোর দিতে হবে।’’

প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্য সরকার হাওড়া আদালত চত্বরের পাশেই ২২ কাঠা জমি দেয় নতুন ভবন তৈরির জন্য। ১২ কাঠা জমির উপরে শুরু হয় হাওড়া আদালতের প্রথম পর্যায়ের দশতলা ভবন তৈরির কাজ। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সাল নাগাদ সেই কাজ শেষ করে পূর্ত দফতর। যদিও দশতলা তোলার পরিকল্পনা থাকলেও আপাতত সাততলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এর পরে প্রায় সাত বছর ভবনটি পড়ে ছিল। সেটি চালু করা যায়নি। অবশেষে রাজ্য সরকারের হস্তক্ষেপে এ দিন সেটি চালু হল।

হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরির সভাপতি সমীর বসুরায়চৌধুরী বলেন, ‘‘আমাদের দাবি, আগামী জানুয়ারি মাসের মধ্যে দ্বিতীয় দশতলা কোর্ট কমপ্লেক্সেরকাজ শুরু করতে হবে। কারণ, ওই কাজ না হলে সাততলা নতুন কমপ্লেক্সের বাকি তিনতলার কাজ শুরু করা যাবে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Court Howrah Court

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy