Advertisement
০৫ মে ২০২৪
Drug Peddling

বৃদ্ধার থেকে পাওয়া গেল কোটি কোটি টাকার মাদক, কোথায় পাচার হচ্ছিল? তদন্তে গোলাবাড়ি থানা

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলাকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংস রোডে।

Huge amount of heroin recovered from Golabari of Howrah

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃত বৃদ্ধাকে। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ১৭:২৯
Share: Save:

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলাকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংস রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে প্রায় দেড় কিলোগ্রাম হেরোইন। যার বাজারমূল্য বেশ কয়েক কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মনু শেখ, বয়স ৫৭। তাঁর বাড়ি ক্যানিংয়ের জীবনতলায়। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে এক কিলোগ্রাম ৩২০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মাদক পাচারের কাজ করেন। হেরোইন পাচারের সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েন তিনি।

ওই হেরোইন পাচারচক্রে মূল পাণ্ডা কে? কার কাছেই বা ওই মহিলা হেরোইন পাচার করতেন? তা জানতে তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে মাদক বিরোধী আইনের একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drug Peddling arrest Heroin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE