হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায় স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে পলাতক স্বামী।
হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ার বাসিন্দা শেখ বাবুলালের সঙ্গে বিয়ে হয়েছিল রানি বেগমের। স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে সন্দেহ করতেন বাবুলাল। তাঁদের একটি সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানান, অনেক বার বাবুলালকে বোঝানো হয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বাঁকড়ার ফ্ল্যাট থেকে রানির দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, কীটনাশক খাইয়ে খুন করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পেশায় টোটোচালক বাবুলালের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।